বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং ভার্চ্যুয়াল টক শোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদকে মামলায় আসামি করা হয়েছে। মামলায় তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫(ক) এবং ১০৯ ধারার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী আবদুল হক জানান, আদালত মামলার আবেদনের শুনানি গ্রহণ করেছেন, তবে পরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানানো হয়েছে।
আবদুল হক আরও বলেন, ‘ভার্চ্যুয়াল টক শোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে একজন প্রতিমন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় কথা বলেছেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বক্তব্যে শুধু জাইমা রহমান নন, নারী সমাজকে অসম্মান ও অমর্যাদা করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলার আবেদন করেছি।’
বিএসডি/এলএল