নিজস্ব প্রতিবেদক:
১১ বছরের কিশোরীকে ধর্ষণ করায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ অক্টোবর) দুপুরে এ রায় দেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন। একই সঙ্গে রায়ে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে।
সাজাপ্রাপ্ত আসামির নাম বাবুল মিয়া। সে সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের মৃত. দেওয়ান আলীর ছেলে।
জানা যায়, ২০০২ সালের ১ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে বাবুল মিয়া ভুক্তভোগী ওই কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে তার মা-বাবা ঘুম থেকে উঠে এসে আসামিকে হাতেনাতে ধরেন। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে আসামিকে নিয়ে যান। কিন্তু বিচার না পেয়ে ওই কিশোরীর বাবা থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০০২ সালের ৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে।
মামলায় রাষ্ট্রপক্ষ মোট ৮জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনা করে আদালত বাবুল মিয়াকে সাজা প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. নান্টু রায় এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আব্দুল কাদির।
বিএসডি/আইপি