বিনোদন ডেস্ক
টলিপাড়ায় নতুন গুঞ্জন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। কয়েকদিন ধরেই এমন খবর ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে।
আর এই গুঞ্জনের মূল সূত্রপাত, পুরীর সমুদ্র সৈকতে তোলা একটি সেলফি। যেখানে একফ্রেমে ধরা দিয়েছেন পরিচালক-অভিনেত্রী জুটি।
কয়েকদিন আগেই পুরীতে শেষ হয়েছে সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর কাজ। সেখানে উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, ব্রাত্য বসু প্রমুখ।
শুটিংয়ের ফাঁকেই পরিচালক সৃজিতের সঙ্গে সমুদ্রের ধারে একটি সেলফি তুলেছিলেন সুস্মিতা, যেটা তিনি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন— ‘স্যার আঁখো পর।’
শুক্রবার অনিরুদ্ধ রায় পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সৃজিত, জয়া আহসান এবং সুস্মিতা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে সুস্মিতা বলেন, ‘আমরা দুজনে খুব ভালো বন্ধু, বলা যায় ক্লোজ ফ্রেন্ড। এরপর যে বা যারা কিছু বলছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই।’
অন্যদিকে সৃজিত বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটি সেলফিকে কেন্দ্র করে এতকিছু হবে তা ভাবতে পারিনি। আমরা অবশ্যই পুরোনো দিনের ছবি তৈরি করছি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি। তাই রিল্যাক্স করুন, একটা ছবি নিয়ে এত তোলপাড় করার কিছু নেই।’
যদিও দুজনেই সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন, তবে তারা যে এখন ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন, তা স্বীকার করেছেন নিজেরাই। এই বন্ধুত্ব কি প্রেমে রূপ নেবে, নাকি গুঞ্জনই থেকে যাবে— তা সময়ই বলে দিবে।
উল্লেখ্য, সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ শেষ হয়েছে। আগামী বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পেতে পারে ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির শুটিংয়ের লুক, যা দেখে উচ্ছ্বসিত দর্শকরা।