নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।
সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সোমবার ডিএসইতে ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭৮ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬৩৪ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ১৪৬৪ পয়েন্টে।
সোমবার ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক কমে অবস্থান করছে ২০ হাজার ৪০২ পয়েন্টে।
বিএসডি/এসএফ