বিজনেস ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র পাওয়া গেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯২০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬০৪ ও ১৪৬৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের লেনদেন শেষ হয়েছে বড় পতনে। সিএসই সার্বিক সূচক ১৯৬ পয়েন্ট কমে ২০ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।
বিএসডি/এসএফ