নিজস্ব প্রতিবেদক:
রেলের রানিং স্টাফদের আন্দোলন অব্যাহত রয়েছে। আগের দুই দিনের মতো বৃহস্পতিবারও আট ঘণ্টার বেশি কাজ করেননি তারা। দাবিদাওয়া বিষয়ে কথা বলতে এ দিন বিকেলে তাদের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছিলেন রেল সচিব।
তবে অতীতে মন্ত্রী-সচিবদের সঙ্গে বহুবার আলোচনা করেও ফল হয়নি- এ কারণ দেখিয়ে বৃহস্পতিবারের বৈঠকে যাননি তারা। দাবি পূরণ না হলে আগামী সোমবার থেকে ট্রেন না চালানোর কর্মসূচি রয়েছে তাদের।
ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও অ্যাটেনডেন্টদের রানিং স্টাফ বলা হয়। তারা দিনে ১০০ মাইলের বেশি ট্রেন চালালে এক দিনের বেতনের সমপরিমাণ টাকা রানিং ভাতা হিসেবে পেতেন। ভাতার ৭৫ শতাংশ টাকা পেনশনেও পেতেন।
কিন্তু ১৮৬২ সাল থেকে পাওয়া এসব সুবিধা গত নভেম্বরে বাতিল করে অর্থ মন্ত্রণালয়। রানিং স্টাফদের আন্দোলন ও রেলপথ মন্ত্রণালয়ের অনুরোধে রানিং ভাতা সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রণালয়। তবে তা পেনশনে যোগ হবে না।
রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান সমকালকে বলেন, ভাতা পেনশনে যোগ না হওয়া পর্যন্ত রানিং স্টাফরা আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন। আগামী সোমবার থেকে ট্রেন চালাবেন না তারা।
বৃহস্পতিবার ১৬টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে রানিং স্টাফদের আন্দোলনে। তবে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল বা বিলম্বিত হয়নি।