নিজস্ব প্রতিবেদক
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। একইসঙ্গে পুরান ঢাকায় সন্ত্রাস, চাদাঁবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৪ জুলাই) পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সাবেক সভাপতি হাফেজ এনায়েত উল্লাহসহ অনেকে।
ব্যবসায়ীদের দাবি
* মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার করতে হবে।
* ব্যবসার সৃষ্ট পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ও ব্যবসায়ীদের মাঝে বিরাজমান নিরাপত্তাহীনতার আতঙ্ক নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ।
* সোহাগ হত্যার ঘটনার সাথে জড়িত সবাইকে সাত দিনের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি।
* ব্যবসায়ী এলাকায় সেনাবাহিনী টহল বৃদ্ধি।
তারা জানান, তাদের দাবিগুলো মানা না হলে সব ব্যবসায়ী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন ।
ব্যবসায়ীরা বলেন, পুরান ঢাকা সমগ্র বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রাণকেন্দ্র। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসায়িক লেনদেন করেন। পুরান ঢাকা থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বর্তমানে পুরান ঢাকার ব্যবসায়ীরা অরক্ষিত, একটি অনিরাপদ অবস্থায় বর্তমানে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।