আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে সৌদি জোটের হামলায় শত শত মসজিদ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের ওয়াকফ সংস্থা। সংস্থাটি বলছে, ইয়েমেনের প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের মধ্য দিয়ে ইয়েমেনের জনগণের প্রতি সৌদি জোটের প্রচণ্ড ঘৃণার বিষয়টি পরিষ্কার হয়।
এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইয়েমেনের ওয়াকফ সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হামলায় ইয়েমেনে আরও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পার্স টুডের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এর মধ্যে গতকাল (রোববার) সানা প্রদেশের মা’ইন এলাকায় সৌদি জোটের বিমান হামলায় তিনজন নিহত হন। এছাড়া, দক্ষিণ মধ্যাঞ্চলীয় সাবওয়াহ প্রদেশের বিহান এলাকার একটি গ্যাস স্টেশনে সৌদি জোটের বিমান হামলায় বাকি দুজন নিহত হন।
২০১৫ সালে হুথি বিদ্রোহীরা সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করেছিল। বিবিবি বলছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির হাজার হাজার লোক নিহত হয়েছেন এবং এ গৃহযুদ্ধ প্রতিযোগী আঞ্চলিক শক্তির মধ্যে একটি ‘প্রক্সি’ যুদ্ধে পরিণত হয়েছে।
বিএসডি/ এলএল