স্পোর্টস ডেস্ক
সৌরভ গাঙ্গুলি আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। তিনি অবশ্য সেরেও উঠেছেন। এখন চলছে করোনা পরবর্তী দুর্বলতা কাটিয়ে উঠার লড়াই। সৌরভ করোনা মুক্ত হলেও আক্রান্ত আছেন তার মেয়ে সানা গাঙ্গুলিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। তারা এখনও মহামারি থেকে সেরে উঠতে পারেননি।
তাদের সুস্থতা কামনায় কলকাতার বেহালায় সৌরভের বাড়িতে হাজির হয়েছে উপহার। সেটি পাঠিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি ফল ও মিষ্টি পাঠিয়েছেন বলে জানা গেছে।
মূখ্যমন্ত্রীর পাঠানো ডালা ভরা ফল-মিষ্টি সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেন স্থানীয় কাউন্সিলর। সৌরভের স্ত্রী সেটি গ্রহণ করে মমতাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন বলে জানা গেছে। গত বছরের শেষদিন হাসপাতাল থেকে করোনা জয় করে বাড়ি ফিরেছিলেন সৌরভ।
কিন্তু তার কয়েকদিনের মধ্যেই তার ছোট চাচা দেবাশিস গঙ্গোপাধ্যায়, খালাতো ভাই শুভ্রদীপ ও ভাইয়ের বউ জুঁইয়ের সংক্রমণ ধরা পড়ে। এরপর করোনা আক্রান্তের খবর আসে সৌরভের মেয়ের সানারও। যদিও তারা সবােই ভালো আছেন বলেই জানা গেছে।
বিএসডি/এসএ