অনলাইন ডেস্ক
রাজধানীর খিলগাঁওয়ে আব্দুর রহমান (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী নাজমা আক্তার তাকে হত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সারে ১০টার দিকে খিলগাঁও খিদমা হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আব্দুর রহমান নেত্রকোনা জেলার কলমাজান্দা উপজেলার কচুয়াকান্দা গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে খিলগাঁও পুর্ব গোড়ান ৯ নম্বর রোডের মদিনা মনজিদ গলিতে ভাড়া থাকতেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, মৃত ব্যক্তির বুকের বাম পাশে ভাঙা ব্যাডমিন্টনের স্টিলে ব্যাটের আঘাতে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত ব্যক্তির ভাই আব্দুস সালাম জানান, রহমান দুই ছেলে এক মেয়েকে নিয়ে গোড়ান এলাকায় থাকতেন। তিনি একই এলাকায় মুরগীর দোকানে কাজ করতেন। শুনেছি, সকালে স্ত্রী নাজমা আক্তারের (৩৫) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভাঙ্গা ব্যাডমিন্টের ব্যাট দিয়ে বুকে আঘাত করেন।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আবদুর রহমানের স্ত্রী নাজমাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বিএসডি/এমএম