খেলাধূলা প্রতিনিধি:
নিজের ফর্মটা ঢাল বানিয়ে আজ ইংল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেন বেয়ারস্টো। বেন স্টোকসের সঙ্গে ৬৭, বেন ফোকসের সঙ্গে ৯৯ ও ওকসের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটিতে ইংল্যান্ডকে তিনি পৌঁছে দেন নিরাপদ অবস্থানে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল দুই দল। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাট করে ২১৭ বলে ১৭ চারে টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নেন বেয়ারস্টো।
৩৬ রান করা স্টোকস, ৪২ রান করা ফোকস এবং ২৪ রানে অপরাজিত থাকা ওকস দারুণ সঙ্গ দেন তাঁকে। ইংল্যান্ডের হয়ে এই প্রথমবারের মতো একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন স্টোকস, ফোকস ও ওকস।
শুরুর চাপটা ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা এগোনোর সঙ্গে ইংলিশ ব্যাটসম্যানদের কাঁধ থেকে চাপের বোঝাটাও নেমে এসেছে। প্রথম সেশনে ৪ উইকেট হারালেও পরের দুই সেশনে ১টি করে উইকেট হারায় ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররাও তেমন ভালো করতে পারেননি। দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে বেয়ারস্টো বলেন, ‘ভালো করার চেষ্টাটা আগামীকালও ধরে রাখতে হবে। বোলারদের জন্য উইকেটে অনেক কিছু্ই আছে, তাই ভালো ব্যাট করতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার, কেমার রোচ ও জেডন সিলেস।
বিএসডি/ এমআর