নিজস্ব প্রতিবেদক
বন্যা, সহিংস পরিস্থিতি ও শোক দিবসসহ বিভিন্ন কারণে স্থগিত হওয়া আলিম পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বুধবার (২৩ জুলাই) পরীক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন রুটিন ঘোষণা করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ১০ জুলাইয়ের পরিবর্তে নেওয়া হবে ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৫ জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট (বুধবার)।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ২২ জুলাইয়ের পরিবর্তে হবে ১৭ আগস্ট (রোববার)। আর ২৪ জুলাই স্থগিত হওয়া বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) এবং তাজবীদ প্রথম পত্র (মুজাঝিদ মাহির বিভাগ)-এর পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট (মঙ্গলবার)।
রুটিনে আরও জানানো হয়েছে, ব্যবহারিক পরীক্ষাসমূহ আগামী ২১ আগস্ট শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এর আগে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় সারাদেশে দুটি পরীক্ষা স্থগিত করা হয়। তারও আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ওই জেলার এবং কুমিল্লা অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে সারাদেশের আলিম পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।