আন্তর্জাতিক ডেস্ক:
স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল মেলিল্লায় ঢোকার চেষ্টার সময় সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আফ্রিকা থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
শুক্রবারের (২৪ জুন) এ সংঘর্ষের ফলে আহত নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য ও অভিবাসনপ্রত্যাশীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্চে মরক্কো ও স্পেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর সীমান্ত অতিক্রম করার জন্য এ ধরনের গণপ্রচেষ্টা এটিই প্রথম।
স্পেনের কর্মকর্তারা বলছেন, শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত দেয়াল ভেঙে স্পেনের ছিটমহলে ঢোকার চেষ্টা করে। তাদের অধিকাংশকেই নিবৃত্ত করা গেছে। কিন্তু শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিটমহলে ঢুকতে সক্ষম হয়।
মেলিল্লা ও সিউটা স্পেনের দুটি ছিটমহল। গত কয়েক বছরে এ দুটি এলাকা সাব-সাহারা অঞ্চলের অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপে ঢোকার মাধ্যমে পরিণত হয়েছে।
বিএসডি/ এমআর