নিজস্ব প্রতিবেদক:
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘শতভাগ বিদ্যুতায়ন একটি বিরাট ঘটনা। এককভাবে এ কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী সিদ্ধান্ত, সাহসিকতা ও রাজনৈতিক নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। তাঁর নেতৃত্বে এই মন্ত্রণালয় এবং এর অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা দলগতভাবে কাজ করছেন।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। এসব সমালোচনা ইতিবাচকভাবে নিয়েছেন। ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছেন। এটা বিদ্যুৎ বিভাগের জন্য অনেক বড় সাফল্য।
সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগ বলছে, ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই এটি করা সম্ভব হয়েছে। ২১ মার্চ প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন। শতভাগ বিদ্যুতায়নের জন্য সব মিলে বিচ্ছিন্ন চর ও দ্বীপের ১ হাজার ১৪৬টি গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ–সংযোগ।
বিএসডি/ এমআর