নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যখাতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবপক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ ওয়াচ ও উন্নয়ন সমন্বয়ের যৌথ আয়োজনে ‘স্বাস্থ্যসেবা বিষয়ে ২০১৮-এর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণে অগ্রগতি’ শিরোনামে অনলাইন জাতীয় সংলাপে এমন মতামত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।
আলোচক হিসেবে স্বাস্থ্যখাতের বিভিন্ন অংশীজনদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ড. আফম রুহুল হক, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী এবং সংরক্ষিত মহিলা আসন-৩০ এর সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিনও আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মিথিলা ফারজানা।
রুহুল হক বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছাতে হলে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার।
আর স্বাস্থ্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ ছাড়া দ্রুত ও সহজলভ্য সেবা সবার জন্য নিশ্চিত করা সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন শামীম হায়দার।
হুইপ সাঈদ আল মাহমুদ জানান, সরকার তার নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে এই করোনাকালেও সে লক্ষ্যে সরকারের বিভাগ ও মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুমানা হক।
বিএসডি/আইপি