শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে পূর্বনির্ধারিত আলোচনাসভা অনেকটা জন সমাবেশে রূপ নিয়েছে।
রোববার (১০ অক্টোবর) সকাল ১০টায় আলোচনা সভা শুরু হয়। কিন্তু তার আগেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে প্রেস ক্লাব প্রাঙ্গণে। এক পর্যায়ে জাতীয় প্রেসক্লাবের হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে লোকজন বাইরে অবস্থান শুরু করে। এসময় আলোচনা সভায় আসা বেশিরভাগ নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আগ্রহী হতে দেখা যায়নি। বেশির ভাগেরই মুখে মাস্ক নেই।
স্মরণ সভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। আর বাইরে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। এসময় নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ তারেক রহমান এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকে।
এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।