নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর। সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অবসরে যাওয়ায় এ পদে নিয়োগ পান তিনি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপ-সচিব (পারসোনেল-২) জাকিয়া পারভীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. আহমেদুল কবীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ গত জানুয়ারিতে তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
এর আগে আজ সরকারি চাকরি থেকে অবসরে যান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।