সচিবালয়ে গতকাল রোববার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত দুই দফা বৈঠকের পর এক ব্রিফিংয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী এবং সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও এস আলম গ্রুপের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যসচিব বলেন, পাম তেলের দাম নতুন করে নির্ধারণ করা যায়নি। কারণ, কিছু হিসাব-নিকাশ এখনো বাকি। আগামীকাল মঙ্গলবার পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে আরেকটি বৈঠক আছে। ওই বৈঠকেই পাম তেলের দাম নির্ধারণ করা হবে। সয়াবিনের নতুন দাম আজ সোমবার থেকে মিলগেটে কার্যকর হবে জানিয়ে তপন কান্তি ঘোষ বলেন, ভোক্তা পর্যায়ে নতুন দাম কার্যকর হতে আরও পাঁচ-ছয় দিন সময় লাগবে।
আগের দামগুলো নির্ধারণ করা হয়েছিল গত ৬ ফেব্রুয়ারি। যদিও বাণিজ্যসচিব বলেন, ‘নতুন করে দাম নির্ধারণের মধ্য দিয়ে আমরা ২০২১ সালের ১৯ সেপ্টেম্বরের দামে ফিরে গেলাম।’
পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ও ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট ছিল। ১৪ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ভ্যাট তুলে নেয়। এরপর ব্যবসায়ীদের দাবি ছিল আমদানি পর্যায়ের ভ্যাট প্রত্যাহার করা না হলে দাম কমানো যাবে না। ১৬ মার্চ আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে আমদানি পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট থেকে ১০ শতাংশ তুলে নেওয়া হয়। বর্তমানে আমদানি পর্যায়ে শুধু ৫ শতাংশ ভ্যাট রয়েছে।
সব মিলিয়ে সয়াবিন ও পাম তেলের ওপর থেকে মোট ৩০ শতাংশ ভ্যাট তুলে নেওয়ার পর খুচরা পর্যায়ে ভোজ্যতেলের দাম কত হবে, তা নির্ধারণ করতেই গতকালের এ বৈঠকের আয়োজন করা হয়। বাণিজ্যসচিবও বলেন, ভ্যাট প্রত্যাহারের ফলে ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছিল।
প্রতি লিটারে ৭ থেকে ৮ টাকা দাম কমানোর বিষয়ে বাণিজ্যসচিব অবশ্য একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে দেশে যে পরিমাণ সয়াবিন আমদানি হয়েছে, তার গড় মূল্য এবং ভ্যাট কমানোর হার সমন্বয় করে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমাতে প্রস্তাব করেছি। যদিও ভ্যাট কমার হার অনুযায়ী লিটারে তা কমে সাত টাকা। মিলমালিকেরা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ৮ টাকা কমাতে রাজি হয়েছেন।’
সচিব জানান, নতুন দাম পুরো রমজান মাস পর্যন্ত বহাল থাকবে। সোমবার (আজ) থেকে যে তেল বাজারে ছাড়া হবে, তার গায়ে নতুন দাম উল্লেখ থাকতে হবে।
এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘সরকার আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে ভ্যাট তুলে নিয়েছে। এখন ব্যবসায়ীদের প্রতিশ্রুতি রক্ষার পালা।’
অ্যাসোসিয়েশনের সভাপতি ও টিকে গ্রুপের পরিচালক মোস্তফা হায়দার বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে বাজারে ভোজ্যতেলের সরবরাহে কোনো সমস্যা হবে না এবং নির্ধারিত দাম মেনে চলা হবে।’
বিএসডি/ এলএল