ক্রীড়া ডেস্ক,
হকি ফেডারেশনের সাবেক দুই সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মোমিন ও শামসুল বারীর পর এবার না ফেরার দেশে চলে গেলেন হকির সাবেক তারকা খেলোয়াড় এবং হকি ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান বাবু (৬৮)। হৃদযন্ত্র রোগে বেশ কয়দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
আনভীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
হকিতে আনভীর আদিল খান একজন দক্ষ গোলকিপার হিসেবেই ছিলেন। জাতীয় দলেও এক নম্বর গোলকিপার হিসেবে খেলেছেন বেশ কয়েক বছর। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে তিনি বাংলাদেশ দলের সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষ করার পর সংগঠক হিসেবে কাজ শুরু করেন। ক্লাবের পাশাপাশি হকি ফেডারেশনেও যুক্ত ছিলেন।
হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন আনভীর। ব্যক্তি জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করতেন আনভীর আদিল খান। গত কয়েক বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি, ফলে হকি এবং ক্রীড়াঙ্গনে সেভাবে সময় দিতে পারেননি। সাম্প্রতিক সময়ে অবশ্য তিনি ছেলের সঙ্গে অস্ট্রেলিয়াতে প্রবাস জীবনযাপন করেন।
আনভীরের মৃত্যুতে বাংলাদেশ হকি ফেডারেশন ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
বিএসডি/এএ