নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জের গুমগুমিয়া পূজামণ্ডপের সামনে স্থানীয় যুবক ও পূজারীদের সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।
এ ঘটনায় নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ওসিসহ ১০ জনকে নবীগঞ্জ ও সিলেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার দুদিন পর শনিবার রাতে এ মামলা দায়ের করা হয়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গুমগুমিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আহত হন। এ ঘটনায় পুলিশ অ্যাসাল্ট মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিএসডি /আইপি