নিজস্ব প্রতিবেদক:
মেডিকেল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সেই সহকারি অধ্যাপক ডা. আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সুপারিশ অনুযায়ী তাকে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে। যৌন হয়রানির গঠিত কমিটি গত সোমবার কলেজ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রমাণ পায় তদন্ত কমিটি।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দৌলতুজ্জামান সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার দুপুরের পর তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় তিনি হাতে পান। কিন্তু সেদিন খোলা হয়নি। সোমবার তারা সেই প্রতিবেদন পড়েন এবং কমিটির সুপারিশ মোতাবেক কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় আগেই ডা. সালাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সেই মোতাবেক তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ছাত্রীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে গত ২৬ ডিসেম্বর থেকে কলেজের পাঁচ সদস্যের কমিটি তদন্ত শুরু করে। প্রথমে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও পরবর্তীতে সময় বাড়ানো হয়েছিল।
যৌন হয়রানির অভিযোগে গত ২৭ ডিসেম্বর শিক্ষক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন ভুক্তভোগী মেডিকেল শিক্ষার্থী। এজাহারে বলা হয়, বাদি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী।
গত বছরের মার্চে করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আইটেম পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে ডা. সালাউদ্দিন বিভিন্ন সময় অনলাইনে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে তার বাসায় যেতে বলেন। এতে শিক্ষার্থী রাজী না হওয়ায় কলেজে বিভিন্ন সময় দেখা করে অনৈতিক প্রস্তাব দেন। গত ৬ নভেম্বর কলেজের সিঁড়ির পাশে সালাউদ্দিন ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ২৯ ডিসেম্বর সালাউদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদালত থেকে জামিন নিয়েছেন তিনি।