রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে সর্ষে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৬ হাজার ৭৪০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর ৬ হাজার ৪১০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল।
চাষিরা জানান, এ বছর তেমন প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাইয়ের আক্রমণ ছিল না। তাই সর্ষের ভালো ফলন হওয়ায় ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা।
সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর বাজারের কৃষক তবারক আলী বলেন, ‘এবার কোনো দুর্যোগ ছিল না। খ্যাতোত কোনো রোগবালাই হয় নাই। খ্যাত দেখি মনে হইতোছে সরিষার আবাদ এবার ভালো হইবে। দামও ভালো হইবে।’
একই ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিত সরিষার চাষ করছি। এবার কৃষি অফিস থাকি কিছু বীজ পাওয়া গেইছে। নিজেও কিছু সংগ্রহ করি চাষাবাদ করি। গাছের ফুল দেখি মনে হচ্ছে এবার ফলন ভালো হবে।’
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, সর্ষে চাষে কৃষকদের সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছে। জেলায় ১৩ হাজার কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রায় দুই হাজার হেক্টর জমিতে সার ও বীজ দেওয়া হয়েছে।
বিএসডি/ এলএল