লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রমোদতরিতে থাকা প্রত্যেক ব্যক্তিকে নামার আগে করোনা পরীক্ষা করা হবে।
লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগের টুইট বার্তায় আরও জানানো হয়, যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী প্রমোদতরি শিল্প ব্যাপকভাবে ক্ষতির শিকার হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জাপান উপকূলে ডায়মন্ড প্রিন্সেস নামের এক প্রমোদতরির সাত শতাধিক আরোহীর করোনা শনাক্ত হয়। মারা যান ১৩ জন।
করোনার বিস্তার ঠেকাতে একপর্যায়ে সমুদ্রে প্রমোদভ্রমণ বন্ধের ব্যাপারে নির্দেশনা দেয় সিডিসি। এই নির্দেশনার পর ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্র প্রমোদতরি চলাচল স্থগিত করে।
গত বছর ইউরোপসহ আরও কিছু অঞ্চলে প্রমোদতরি চলাচল শুরু হয়।
সূত্র: এএফপি
বিএসডি / এলএল