বর্তমান সময় ডেস্ক:
অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে বিরল এক প্রজাতির মাছের দেখা মিলেছে। এর গায়ের রং গোলাপি, আছে ছোট ছোট দুটি হাত। হাতগুলো এরা পানিতে সাঁতারকাটার পাশাপাশি সমুদ্রের তলদেশের মাটিতে ভর করে হাঁটার কাজে ব্যবহার করে। বিশেষ এই বৈশিষ্ট্যের কারণে এদের হ্যান্ডফিশ বা হাতওয়ালা মাছ বলা হয়। এর বিরল এক প্রজাতির দেখা মিলল দীর্ঘ ২২ বছর পর। যার গায়ের রং গোলাপি। গভীর সমুদ্রে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্নেষণ করে দেশটির গবেষকরা এসব তথ্য জানিয়েছেন। এর আগে সর্বশেষ গোলাপি হাতওয়ালা মাছ দেখা গিয়েছিল ১৯৯৯ সালে। সূত্র: বিবিসি
এ নিয়ে মোট চারবার মানুষের নজরে পড়ল এই মাছ। গোলাপি হ্যান্ডফিশসহ দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ রাজ্য তাসমানিয়ার আশপাশে ১৪ ধরনের হাতওয়ালা মাছ দেখতে পাওয়া যায়। গত ফেব্রুয়ারিতে তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নেভিল ব্যারেটের নেতৃত্বাধীন গবেষক দল তাসমান ফ্র্যাকচার মেরিন পার্কে সমুদ্রের তলদেশে একটি ক্যামেরা স্থাপন করেছিল। ওই এলাকার প্রবাল, লবস্টার ও বিভিন্ন মৎস্য প্রজাতি নিয়ে জরিপ চালানোর উদ্দেশ্য ছিল তাদের। তবে ফুটেজে ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের ওই মাছটি দেখে রীতিমতো চমকে যান তারা। এর মধ্য দিয়ে বিলুপ্তপ্রায় গোলাপি হ্যান্ডফিশগুলোর টিকে থাকার ব্যাপারে আশার সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেন মুখ্য গবেষক ব্যারেট।
বিএসডি /আইপি