রাকিবুল হাসান,হাবিপ্রবি প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) ৫৮তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলছে আগামী ১৮ আক্টোবর থেকে। তবে হলসমূহ পর্যায়ক্রমে খোলা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখা। এক্ষেত্রে হলে উঠতে হলে শিক্ষার্থীদের করোনার টিকা নিতে হবে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত ৫৮ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, আগামী ১৮ অক্টোবর থেকে প্রথম দিকে ৩য়, ৪র্থ ও মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা হলে উঠতে পারবে ( শর্তসাপেক্ষে) ।পর্যায়ক্রমে সকল আবাসিক শিক্ষার্থীদের হলে উঠানো হবে।
একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
বিএসডি/এমএম