স্পোর্টস ডেস্ক
ম্যাচের শুরুতে সান্ডারল্যান্ডকে ভালোই চাপে রেখেছিল শেফিল্ড ইউনাইটেড। আক্রমণাত্মক ফুটবলে প্রথমার্ধে এগিয়েও যায় হামজারা। তবে দ্বিতীয়ার্ধে সেই দাপট ধরে রাখতে পারল না তারা। শেষ সময়ের গোলে হামজাদের স্বপ্ন ভঙ্গ করে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফিরছে সান্ডারল্যান্ড।
চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে শনিবার ২-১ গোলে জিতেছে সান্ডারল্যান্ড। ওয়েম্বলিতে দারুণ জয়ে আর বছর পর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফিরছে দলটি।
২৫তম মিনিটে টাইরিস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। ৭৬তম মিনিটে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান এলিজার মায়েন্দা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন টাইরিস ক্যাম্পবেল। এই গোলেই হামজাদের হৃদয় ভেঙে প্রিমিয়ার লিগের পরের আসরে জায়গা করে নেয় সান্ডারল্যান্ড।
যোগ করা সময়ে গোল করে সান্ডারল্যান্ডকে প্রিমিয়ার লিগে নিয়ে গেছেন টম ওয়াটসন
এর আগে লিডস ইউনাইটেড ও বার্নলি ২৪ দলের লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে সরাসরি উঠে যায় প্রিমিয়ার লিগে।