নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
গতকাল মঙ্গলবার উচ্চ রক্তচাপ ও ভার্টিগো সমস্যার কারণে হাসপাতালে যান তিনি। শারীরিক পরীক্ষার রিপোর্ট আজ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. শেখ ফয়েজ আহমেদ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ভারতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে সফরসঙ্গী হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে পররাষ্ট্রমন্ত্রী যেতে পারেননি বলে জানানো হয়।
ফয়েজ আহমেদ জানান, গত রোববার রাতে মন্ত্রী অসুস্থতা বোধ করলে তাঁকে দেখতে যান তিনি। ওই সময় তাঁর রক্তচাপ কিছুটা অস্বাভাবিক ছিল। তিনি ভ্রমণ করার মতো অবস্থায় ছিলেন না। এ কারণে মঙ্গলবার বিএসএমএমইউতে এসে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান তিনি।
হাসপাতাল সূত্র জানায়, মন্ত্রীকে ইকোকার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা দিয়েছেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।
মন্ত্রীর করোনারি এনজিওগ্রাম করতে হবে বলে ধারণা ডা. শেখ ফয়েজ আহমেদের। এদিন শারীরিক পরীক্ষার জন্য মন্ত্রীর স্ত্রীও বিএসএমএমইউতে গিয়েছিলেন।
বিএসডি/এফএ