ক্রীড়া ডেস্ক,
ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা শনিবার লিডসের হাসপাতালে গেলেন। জানা গিয়েছে, তৃতীয় টেস্ট চলাকালীনই হাঁটুতে চোট পেয়েছেন তিনি। সেকারণে আগেভাগে সাবধান হওয়ার জন্য হাসপাতালে তাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।
চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটে টেস্ট ম্যাচেই খেলেছেন রবীন্দ্র জাদেজা। মনে করা হচ্ছে, তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময়েই তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। এই ম্যাচে ভারত এক ইনিংস এবং ৭৬ রানে হেরে গিয়েছে।
হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে নিজের একটি ছবিও পোস্ট করেন জাদেজা। সেই ছবিতে তাকে হাসপাতালের পোশাকেই দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা আমার কাছে খুব একটা ভালো জায়গা নয়।’
এমনিতে সোমবার লন্ডন যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। যদি স্ক্যান রিপোর্টে বড়সড় চোট ধরা না পড়ে, তাহলে ভারতীয় দলের সঙ্গেই যাবেন অলরাউন্ডার জাদেজা। আগামী ২ সেপ্টেম্বর ওভালে চতুর্থ টেস্ট শুরু হবে। সেই টেস্টে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের ঢোকার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে।লিডস টেস্টে দুটি উইকেট পেয়েছেন জাদেজা। এই পরিস্থিতিতে সেরা স্পিনারকে বসিয়ে রেখে জাদেজাকে খেলানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ফলে ওভালে রবিচন্দ্রন অশ্বিনের খেলা এখন একরকম নিশ্চিতই দেখাচ্ছে।
বিএসডি/এএ