আন্তর্জাতিক ডেস্ক:
তিন দিন পর হাসপাতাল ছেড়েছেন বন্দুক হামলায় আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার ইমরানের এক সহকারী এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লং মার্চ চলাকালে ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে বন্দুক হামলার শিকার হন ইমরান খান। এসময় তার পায়ে গুলিবিদ্ধ হয়। খানের অভিযোগ, তার উত্তরসূরি শেহবাজ শরিফ এই হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এই চক্রান্তের পিছনে ছিলেন বলে দাবি তারা। তবে সরকার ও সামরিক বাহিনী এই দাবিগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে এবং ইমরান খানের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছে।
সাবেক তথ্যমন্ত্রী ও পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইমরান খানকে হাসপাতাল থেকে ‘ছেড়ে দেওয়া হয়েছে।’
একটি স্থানীয় টিভি চ্যানেলে দেখা গেছে, হুইলচেয়ারে করে লাহোর ক্লিনিক থেকে ইমরান খানকে নিয়ে যাওয়া হচ্ছে।
বিএসডি/এফএ