নিজস্ব প্রতিবেদক,
দিনাজপুরের হিলিতে তুলা কারখানায় আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল খালেকের তুলার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
তুলাকারখানা মালিক আব্দুল খালেক জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। প্রাথমিক অবস্থায় আমরা স্থানীয় ভাবে আগুন নিভানোর চেষ্টা করি।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ আনতে প্রায় দুই ঘন্টা সময় লাগে।
তিনি আরও জানান, আগুনে আমি আজ নিঃস্ব হয়ে গেছি। আমার কারখানার তুলাসহ তুলমেশিন পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছি।
এ বিষয়ে হিলি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, আজ সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে হিলি বাসস্ট্যান্ডের নিকট তুলাকারখানায় আগুন লেগেছে, সংবাদটি পাই। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি।
বিএসডি/আইপি