ক্রীড়া ডেস্ক,
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে ভুগছেন আম্পায়ার নাদির শাহ। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ধরা পড়ে কর্কট রোগ। তারপর থেকেই অনেকটা গৃহবন্দী মাঠের এই মানুষ। চলছে চিকিৎসা। মাঝে সুস্থ হওয়ার বার্তা দিয়ে জানিয়েছিলেন আবার আম্পায়ারিংয়ে ফিরতে চান। তবে প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে শরীরে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা, আজ (রোববার) তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাদির শাহের বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশাহ বলেন, ‘ডাক্তারের সঙ্গে কথা বলেছি। আজ নাদির শাহকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আসলে করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। এজন্য হাসপাতালে বেড পাওয়ার পর তাকে ভর্তি করা হবে।’
করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ। সঙ্গে আছে ভিসা জটিলতা। বাধ্য হয়ে দেশেই চিকিৎসা নিতে হচ্ছে নাদির শাহকে। তবে জাহাঙ্গীর শাহ জানালেন, ক্যান্সারের জন্য খুব বেশি সমস্যা হচ্ছে না। এখন যে ডাক্তারদের পরামর্শে আছেন, তাদের পরামর্শ মেনে বেশ কয়েকমাস স্বাভাবিক ছিলেন নাদির শাহ। এমনকি ডাক্তাররা তাকে আম্পায়ারিংয়ে ফেরার জন্য বলেছিলেন।
তবে হঠাৎ করে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন নাদির শাহ। এতে শরীরে প্রোটিনের পরিমাণ কমে গেছে। সঙ্গে ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খাচ্ছেন ৫৭ বছর বয়সী নাদির শাহ। ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন চির হাস্যজ্জ্বল এই মানুষটি। বর্তমানে কারও সাহায্য ছাড়া চলাটাও কষ্ট হয়ে গেছে নাদির শাহর জন্য। সারাদিন বিছানায় শুয়ে আর হুইলচেয়ারে বসে কাটে তার সময়।
ডাক্তাররা অবশ্য পরামর্শ দিয়েছেন, করোনাভাইরাসের মধ্যে একবারে আইসিইউতে নেওয়ার মতো অবস্থা না হলে হাসপাতালে নিতে। জাহাঙ্গীর জানালেন, ‘ডাক্তারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তাদের পরামর্শ এ সময় হাসপাতালে বা বাইরে নিলে যদি করোনাভাইরাসে আক্রান্ত হয় নাদির শাহ, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। তবে সে তো কিছুই খাচ্ছে না। এজন্য শরীরে প্রোটিন বাড়াতে বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে। সে জন্যই হাসপাতালে ভর্তি করা।’
বগুড়ায় বাংলাদেশ-কেনিয়া ম্যাচ দিয়ে ২০০৬ সালে শুরু আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের পথচলা শুরু নাদির শাহের। ৬ বছরে ৩টি টোয়েন্টির পাশাপাশি পরিচালনা করেছেন ৪০ ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বড় ভাই জাহাঙ্গীরের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না পারলেও আশির দশকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন নাদির শাহ। একাধারে খেলেছেন ভিক্টোরিয়া, বিমান, আবাহনী, মোহামেডানের মতো ক্লাবের হয়ে।
বিএসডি/এএ