নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল বাস টার্মিনালের একটি বাস কাউন্টারের পাশে ১৫০গ্রাম হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার সারাংপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী (২৭) ও একই উপজেলার মোহরাপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে মো. আল আমিন (২২)।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলে কর্মরত মেজর কাজী আলমগীর হোসেন ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য শহরের বাস টার্মিনালে অভিযান চালায়। অভিযানে ১৫০ গ্রাম হেরোইন, নগদ ৬ হাজার ১৯০ টাকা ও সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ এবং উল্লেখিত দুই যুবককে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেফতারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিএসডি/ এলএল