আজিজুল হক:
কুমিল্লার হোমনায় ৪ সেবীকে ২মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিাবার রাতে হোমনা চৌরাস্তা সংলগ্ন মৃত লাখ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট রুমন দে। এসময় হোমনা থানার এস আই শামীম সরকার ও পুলিশ ফোর্স সঙ্গে ছিলেন। দণ্ডিতরা হলেন- হোমনা চৌরাস্তা এলাকার লাক মিযার ছেলে মো. আল আমিন (২৬), উত্তর পাড়ার আশাদ মিয়ার ছেলে মো. শাহিন (২২), হরিপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো. নাছির মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মোস্তফ কামালের ছেলে মো. রেজাউল করিম (২০)।এ সময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম ইয়াবা, এক প্যাকেট সিগারেট, চার পুড়িয়া গাঁজা ও একটি দে’শলাই বক্স উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রুমন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুড়া করা ইয়াবা, গাাঁজাসহ চার মাদকসেবীকে আটক করে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
বিএসডি/আইপি