টানা ১০ ঘণ্টা লড়াইয়ের পর গাজা উপত্যকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শক্তিশালী একটি ঘাঁটির দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার পশ্চিমাংশে অবস্থিত এই ঘাঁটিটি অবস্থিত। আউটপোস্ট-১৭ নামের ওই ঘাঁটিটির সঙ্গে বেশ কয়েকটি সুড়ঙ্গ সংযুক্ত। ঘাঁটি ও সুড়ঙ্গ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দের দাবিও করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবারের লড়াইয়ে আল কাসেম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের কয়েক ডজন সেনা নিহত হয়েছে বলেও নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোনো তথ্য দেয়নি আইডিএফ। তবে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পশ্চিম জাবালিয়ায় যখন নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের সঙ্গে আল কাসেম ব্রিগেড ও ইসলামিক জিহাদের সংঘাত চলছে, তখনও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামাসের স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান জারি রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল
বিএসডি/ এফ এ