জ্যেষ্ঠ প্রতিবেদক:
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ১০ মিনিটে (সকাল ১০টা থেকে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩৬ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ১০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬ দশমিক ৩৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১২ দশমিক ৪ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ডিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার টাকা। লেনদেন হওয়া ৩৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দাম।