আন্তর্জাতিক ডেস্ক:
অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ১১৪ বাংলাদেশীকে আটকের পর দেশে পাঠিয়ে দিয়েছে লিবিয়া সরকার। আজ বৃহস্পতিবার সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আইওএম-এর সহায়তায় তারা দেশে ফিরেছেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যাত্রীরা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। সকাল ৮টা ১৫ মিনিটে বিআরকিউ ২২০ নামক একটি ফ্লাইটে ১১৪ জনকে দেশে আনা হয়। আইওএম-এর পক্ষ থেকে প্রত্যেককে খাবার ও ৪ হাজার ৭৫০ টাকা করে দেয়া হয়েছে।
যাত্রীরা কেউ ৬ মাস, কেউ ৯ মাস জেল খেটেছে। পরবর্তীতে জাতিসংঘের দ্য ইউনাইটেড নেশনস মাইগ্রেশন এজেন্সি আউট পাস নিয়ে তারা দেশে আসে বলেও জানান তিনি।
বিএসডি/ এফএস