নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মৌলভীর চর এলাকায় ১৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার রাতে জব্দকৃত মাছগুলো গরিবদের মাঝে বিতরণ করেছে প্রশাসন। এর আগে শনিবার রাতে অভিযান করে ঢাকার মোকামে নিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে জব্দ করা হয়।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌলভীর চর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় মৌলভীর চরের উত্তর পাশে মেঘনা নদী থেকে দুটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ১৪টি ঝুঁড়ি থেকে ১৪০ মণ জাটকা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরামর্শ অনুযায়ী এবং মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জাটকা মাছগুলো এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়
বিএসডি/ এলএল