মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক – সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় আড়ালের পরাশক্তি ও তাদের এ দেশীয় দোসরদের খুঁজে বের করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
১৫ আগস্টের হত্যাকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের ফসল ছিল জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও শেখ রাসেলের হত্যাকারীদের বিচার কিন্তু হয়নি। ক্ষুদ্র একটা অংশের বিচার হয়েছে, আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে। এই হত্যাকাণ্ডের মদদদাতা কারা, খুনি মোশতাক, খুনি জিয়াসহ এই দেশের দোসর যারা ছিলেন, আন্তর্জাতিক দোসর যারা ছিলেন তাদের বিচার হয়নি।
তিনি বলেন, সেদিন (১৫ আগস্ট) পাকিস্তানের দূতাবাস সারারাত খোলা ছিল। সেই রহস্য আজও কিন্তু উন্মোচিত হয়নি। আমি মনে করি সময় এসেছে, সরকারকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবতে হবে। ১৫ আগস্ট হত্যার আড়ালে কোন পরাশক্তি ছিল এবং তাদের এ দেশীয় দোসর কারা ছিল। প্রকৃত খুনিদের কমিশনের মাধ্যমে খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে।
পৃথিবীর ইতিহাসে অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ১৫ আগস্ট শেষ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার সঙ্গে অন্যান্য হত্যাকাণ্ডের পার্থক্য হলো সব জায়গায় শুধু মূল ব্যক্তিকে হত্যা করেছে, এখানে ব্যতিক্রম হচ্ছে রক্তের ছিটেফোঁটাও কিছু রাখেনি। এটি রাজনৈতিক কিংবা পারিবারিক হত্যা ছিল না, এটি ছিল একটি আদর্শকে হত্যা করার প্রচেষ্টা। ১০ বছরের শিশু রাসেলের সঙ্গে তো কারো প্রতিযোগিতা, প্রতিহিংসা থাকার কথা নয়।
বিএসডি / আইপি