নিজস্ব প্রতিবেদক
২৬ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে বিয়ে করেছেন ৬০ বছর বয়সী চট্টগ্রামের নাছির উদ্দিন ওরফে শিবির নাছির। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) এক আয়োজনে তার বিয়ে অনুষ্ঠিত হয়। এরপর তার বিয়ের একাধিক ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নাছির উদ্দিন হাটহাজারীর মন্দাকিনী এলাকার এলাহী বক্সের ছেলে। একই উপজেলার ছিপাতলী গ্রামের কুলসুমা বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে নাছির উদ্দিন জানান, ১৫ লাখ টাকা দেনমোহরে তিনি বিয়ে করেছেন। স্বাভাবিক জীবনে ফিরতে চান বলেই তিনি সংসারী হচ্ছেন।
নাছিরের বড় বোন লিলি আক্তার বলেন, মেয়েপক্ষ থেকে কোনো যৌতুক নেওয়া হয়নি। আমার ভাই সুন্দরভাবে জীবনযাপন করতে চান।
জানা গেছে, ১৯৯৮ সালের ৬ এপ্রিল একটি বড় অভিযান চালিয়ে চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন চট্টগ্রামে আর্মসভিত্তিক ক্যাডার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন নাছির। দীর্ঘ ২৬ বছর ৪ মাস পর কারাভোগের পর গত বছরের ১১ আগস্ট তিনি কারামুক্ত হন। নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন। দুটি মামলায় সাজা ভোগ করেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে তিনি মুক্ত হন।
১৯৯৭ সালের শুরুর দিকে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় নাছিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয়। সেসময় নাছিরের লোকজন ভারী অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করেছিল। সন্ত্রাসীদের পক্ষ থেকে তখন প্রায় দেড় হাজার গুলি ছোড়া হয়। পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এরপরও তাকে গ্রেপ্তার করা যায়নি। একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চলে। ওই অভিযানে ৭ থেকে ৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সেসময় বিডিআর সেলিমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলে ফসকে যান নাছির।
শিবিরের নেতারা দাবি করেন, নাছির তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত নন। তবে তিনি শিবিরকে সমর্থন করেন। সবশেষ কারামুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি ব্যাখ্যা করেন নাছির নিজেই। তার মতে, শিবির দুই প্রকার– একটা হচ্ছে সাংগঠনিক শিবির, আরেকটা হচ্ছে অসাংগঠনিক শিবির। নাছির অসাংগঠনিক শিবির।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের (উত্তর) সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, লোকজনের মুখে মুখে নাছিরের নামের সঙ্গে শিবির কথাটি জুড়ে যায়। তিনি হয়ত শিবিরকে সমর্থন করতেন। কিন্তু তিনি কখনো শিবিরের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না।