নিজস্ব প্রতিবেদক,
ফারজানা অভি,দুই সন্তানের জননী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করা ফারজানা বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে মানুষ গড়ার কারিগর হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো মরণব্যাধি ক্যান্সার।
সম্প্রতি ফারজানা অভির ব্রেন টিউমার ধরা পড়ে চতুর্থ স্টেইজে এসে। চিকিৎসকরা পরামর্শ দিলে দ্রুত টিউমার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা টিউমার পুরোপুরি অপাসারণের কথা জানালেও কিছু দিন আগে ভারতে ফাইনাল ফলোআপে আবারও তার মাথায় তিনটি টিউমারের অস্তিত্ব ধরা পড়ে। আর এই টিউমারের উৎস ব্রেস্ট থেকেই বলে জানান চিকিৎসকরা।
তাদের সংসারে রয়েছে দুটি পুত্র সন্তান। প্রতিমাসে এত টাকা খরচ করে অভির চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ফুটফুটে সন্তানদের জন্য বেঁচে থাকার আকুতি নিয়ে সবার কাজে সাহায্য প্রার্থনা করেছে অভির পরিবার। দেশের সামর্থবান মানুষের সহায়তায় একজন মানুষ গড়ার কারিগর নরসিংদি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা অভি ক্যান্সার জয় করে নতুন জীবন ফিরে পেতে পারেন।
অভি বর্তমানে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ক্যান্সার স্পেশালিস্ট ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বিএসডি/আইপি