নিজস্ব প্রতিবেদক,
ঝালকাঠিতে ৩০০ দুস্থ শিশুর মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন শহর যুবলীগের যুগ্ম আহবায়ক ছবির হোসেন।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে শহরের বধ্যভূমিতে তিনি এ খাবার বিতরণ করেন। করোনাকালীন সময়ে এর আগেও তিনি শহরের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।
এসময় ছবির হোসেন জানান, করোনা পরিস্থিতি স্মাভাবিক না হওয়া পর্যন্ত তিনি ঝালকাঠি শহরের দুস্থ মানুষের পাশে থাকবেন।
উল্লেখ্য, ছবির হোসেন এছাড়াও হতদরিদ্র এক গৃহহীন বৃদ্ধকে ঘর তুলে দেওয়াসহ অনেককে পুঁজি দিয়ে ব্যবসা করতে সাহায্য করেছেন।
বিএসডি/আইপি