নিজস্ব প্রতিবেদক,
ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ সেপ্টেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে।
লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১০টা ৩০মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১২৯ পয়েন্ট। ফলে বড় উত্থানের পথে দেশের পুঁজিবাজার।
ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯৫টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৮ লাখ ৮৯ হাজার টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৭ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫১২টাকা।
বিএসডি/আইপি