নিজস্ব প্রতিবেদক,
মানিকগঞ্জে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া ৭০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
সদর উপজেলায় চলমান লকডাউনে গত তিনদিনে জাতীয় খাদ্য সহায়তার নম্বর ৩৩৩ যারা ফোন করেছিলেন তাদের যাচাই-বাছাই শেষে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ খাদ্য সহায়তা বিতরণ করেন।
জেলা প্রশাসন কার্যালয় জানায়, চলমান লকডাউনে ৪ জুলাই থেকে ৬ জুলাই তিনদিনে জাতীয় খাদ্য সহায়তার ফোন নম্বরে সদর উপজেলার শতাধিক ফোন কল আসে। পরে সরেজমিনে যাচাই বাছাই করে আজ ৭০ পরিবারকে জেলা প্রশাসক কার্যালয়ে ডাকা হয়। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে তাদের প্রত্যেককে চাল, ডাল, আটা, তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ১৫ কেজির প্যাকেট বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন, এনডিসি এবিএম আরিফুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
সাজ্জাদ/মুছা