নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ‘ব্যালট’ নামে প্রকল্প হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন বছর মেয়াদি এ প্রকল্পটি বাস্তবায়ন করবে ইসি।
ইসি জানায়, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য ইউএনডিপি’র সহায়তায় ১৮ মিলিয়ন ডলারের একটি প্রকল্প নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকল্প প্রস্তারের ওপর অনাপত্তি চেয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দেওয়া হয়েছে। ইআরডি’র ছাড়পত্র পেলে প্রকল্পটি ২০২৫ থেকে ২০২৭ সাল অর্থাৎ তিন বছরে বাস্তবায়ন করা হবে। ইসির গবেষণা ও প্রকাশনা শাখার সহকারী প্রধান আরিফুল ইসলাম ইতোমধ্যে পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনাপত্তি চেয়ে চিঠিটি পাঠিয়েছে।
প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন (ব্যালট) প্রকল্পটিতে তিন বছরে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ৪৮৬ ডলার বা ২১৯ কোটি ২১ লাখ ২৬ হাজার ২৬৭ দশমিক ৪২ টাকা (১৩ মে ডলারের বিনিময় হার অনুযায়ী)। এই পুরো অর্থ ব্যয় হবে ২০২৭ সালের মধ্যে।
প্রকল্প সহায়তার অংশ হিসেবে এ অর্থ ব্যয় হবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে উপকরণ তথা- ক্যামেরা, ল্যাপটপ, আইরিশ স্ক্যানার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, সিগনেচার প্যাড, ডকুমেন্ট স্ক্যানার ক্রয়, সার্ভার সুরক্ষা, অপপ্রচার, গুজব, বিদ্বেষ ছড়ানো, নির্বাচনি আইনে জেন্ডার সংবেদনশীলতা, প্রবাসী ভোটিং, ভোটার শিক্ষণ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ, প্রচার কার্যক্রম, জেন্ডার সংবেদনশীল রিপোর্টিংয়ের ওপর গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ, নারীদের ওপর সন্ত্রাস প্রতিরোধ কার্যক্রম প্রভৃতি খাতে।
ইউএনডিপি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ নির্বাচন কমিশনের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। অতীতেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে নানা উপকরণ দিয়ে সহায়তা করেছে সংস্থাটি।