ক্রীড়া প্রতিবেদক
এজবাস্টন টেস্টে ভারতের কাছে ৩৩৬ রানে হারের পর একাদশে পরিবর্তন আনলো ইংল্যান্ড। লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। তার এক দিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংলিশরা।
ইংল্যান্ডের একাদশে একটাই পরিবর্তন এসেছে। পেসার জশ টাংয়ের বদলে একাদশে ফিরেছেন জোফরা আর্চার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন আর্চার। তার পর চোট পান তিনি। আইপিএলের আগে চোট সারিয়ে ফিরলেও সেই টুর্নামেন্ট চলাকালীন আবার চোট পান আর্চার।
আইপিএলে পাওয়া চোট সারিয়ে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরলেও খেলানো হয়নি তাকে। অবশেষে এবার একাদশে সুযোগ পেয়েছেন আর্চার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘পাঁচ টেস্টের সিরিজের তৃতীয় টেস্টে জশ টাংয়ের বদলে নেওয়া হয়েছে সাসেক্সের পেসার আর্চারকে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর আবার ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন আর্চার। তিনি ইংল্যান্ডের হয়ে তার ১৪তম টেস্ট খেলতে নামবেন।’
ইংল্যান্ড একাদশ—
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার ও শোয়েব বশির।