বর্তমান সময় ডেস্কঃ
মাত্র ৪ মাস ৮ দিনে কোরআনের হাফেজ হয়েছে সাইফ মাহমুদ নামের ৯ বছর বয়সী এক শিশু। সে চান্দিনা উপজেলার সাতবাড়িয়া দারুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। এতো অল্প সময়ে সাইফ মাহমুদের কোরআন হিফজের বিষয়টি অনেককেই অভিভূত করেছে।
শিশু সাইফ মাহমুদ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ মাহমুদের ছেলে।
দরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক বলেন,মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাসুদুর রহমানের কাছে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে সাইফ। আমাদের মাদরাসা থেকে এর আগে ৬ মাস, ৭ মাস কিংবা ৯ মাসে অনেকের হাফেজ হওয়ার নজির রয়েছে। তবে মাত্র চার মাস ৮দিনে হাফেজ হওয়ার ঘটনা এটিই প্রথম।
সাইফের শিক্ষক হাফেজ মাসুদুর রহমান বলেন, সাইফ খুব মেধাবী ছাত্র। শ্রেণিকক্ষেও বেশ মনযোগী। তাকে খুব সহজেই মাখরাজ, সিফাত, মদ্দ, গুন্নাহ, লাহান শেখানো গিয়েছে। তার মেধার পাশাপাশি মনোযোগের কারণেই সহজেই সফল হতে পেরেছে। ভবিষ্যতে সে বহুদূর যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।
শিশু হাফেজ সাইফ মাহমুদের বাবা আব্দুল্লাহ মাহমুদ বলেন, স্বপ্ন ছিল ছেলেকে কোরআনের হাফেজ বানাব। আল্লাহ তায়ালা আমার স্বপ্ন এতো কম সময়ে পূরণ করবেন জানা ছিল না। আল্লাহর কাছে লাখ লাখ শোকরিয়া, মাদ্রাসার হুজুরদের কাছে আমি ঋণি। তাদের একান্ত প্রচেষ্টায় আমার ছেলে মাত্র চার মাসে কোরআনের হাফেজ হয়েছে।
বিএসডি/আরপি