স্পোর্টস ডেস্ক:
ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে হেরে গেছে ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ দিনেই ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় তারা। এর সঙ্গে আরও একটি দুঃসংবাদও পেল তারা। স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ইংল্যান্ডের সব ক্রিকেটারের ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ পয়েন্ট কাটা হয়েছে। এতে টেবিলের ছয়ে চলে গেছে তারা। এক জয় ও তিন হার তাদের। দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। অ্যাশেজের প্রথম ম্যাচ জিতে দুইয়ে চলে এসেছে অস্ট্রেলিয়া।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়মের ১৬.১১.২ ধারা অনুযায়ী প্রতিটি দল এক ওভার কম করলে এক পয়েন্ট করে হারাবে। ম্যাচ রেফারি ডেভিড বুন ইংল্যান্ডের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ১০০ শতাংশ কাটারও সিদ্ধান্ত নিয়েছেন।’
কেবল ইংল্যান্ড নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রেভিস হেডকেও জরিমানা করা হয়েছে। বেন স্টোকসের বোলিংয়ের সময় ‘অনুপুযুক্ত ভাষা’ ব্যবহার করায় তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪২৫ রান করার পথে সেঞ্চুরি করেন তিনি।
বিএসডি/এসএফ