নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের ঝাঁজ। পাঁচ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা।
ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম, এমনটি বলছে পেঁয়াজ ব্যবসায়ীরা। আবার কমে যাওয়ায় বাহির থেকে পেঁয়াজ পাইকারি নিতে আসছেন ব্যবসায়ীরা
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, পাঁচদিন আগে যে পেঁয়াজের খুচরা বাজার ছিলো ৩০ টাকা কেজি। আজ সেই পেঁয়াজ ব্যবসায়ীরা খুচরা বিক্রি করছেন ২৬ টাকা কেজি দরে।
হিলি সবজি বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘পেঁয়াজের দাম মোটামুটি কমে গেছে। বর্তমান আমরা ২৫ টাকা দরে পাইকারি কিনে তা ২৬ টাকা দরে বিক্রি করছি। দাম কমে যাওয়ায় পেঁয়াজ বিক্রি বেড়ে গেছে।’
খুচরা পেঁয়াজ কিনতে আসা রহিম উদ্দিন বলেন, ‘পেঁয়াজের দাম অনেকটা স্বাভাবিক ছিলো। তবে আজ বাজারে এসে দেখি পেঁয়াজের দাম কেজিতে চার টাকা কমেছে। তাই দাম কম পাওয়াতে ১০ কেজি পেঁয়াজ বাড়ির জন্য নিলাম।’
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, বর্তমান ভারত থেকেও পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। এর কারণে দেশি পেঁয়াজের বাজার ধস নেমেছে। দেশি পেঁয়াজের মূল্যও কমে গেছে।
দেশি পেঁয়াজের উৎপাদন ও ভারতীয় পেঁয়াজের আমদানি আরও বৃদ্ধি পেলে বাজারে পেঁয়াজের মূল্য আরও কমে যাবে বলেও জানান সভাপতি।
বিএসডি/আইপি