বর্তমান সময় ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিক্রির সময় ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৮টায় কলাপাড়া পৌরশহরের বাজার থেকে মাছটি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক কিংবা অর্থদণ্ড করতে পারেননি কর্মকর্তারা। মাছটি একনজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রাতে মহিপুর থেকে অজ্ঞাতপরিচয় এক মৎস্য ব্যবসায়ী মাছটি বিক্রি করতে কলাপাড়া শহরে নিয়ে আসেন। সকালে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ী সটকে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল্লার নির্দেশক্রমে মাছটি মাটিচাপা দেওয়া হয়।
কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে।
এসএ