ক্রীড়া ডেস্ক:
চাপের মুখেই জ্বলে ওঠেন, আর তখন যেন ছক্কা ছাড়া তিনি কিছুই বোঝেন না- আসিফ আলির ব্যাপারটা যেন এমনই। নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো ব্যাটিংটা টেনে আনলেন আজ আফগানিস্তানের বিপক্ষেও।
লং অফ, ডিপ মিড উইকেট, স্ট্রেইট হিট, ডিপ কাভার- চার এলাকা দিয়ে চারটি ছক্কা মেরে এক ওভার আগেই পাকিস্তানকে পাঁচ উইকেটের জয়ের স্বাদ এনে দিলেন আসিফ। মাত্র ৭ বলের ইনিংসে ২৪ রান করে, ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে হলেন ম্যাচ সেরাও।
আজ দুবাইয়ে আসিফ আলি যখন ব্যাট করতে নামলেন, তখন পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ ওভারে ২৬ রান; কিন্তু আফগান পেসার নাভিন-উল হকের ওভার থেকে পাকিস্তান নিতে পারে মাত্র ২ রান, সেখানে আবার তারা হারায় অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিকের উইকেট।
২ ওভারে ২৪ রান। ম্যাচ যখন পেন্ডুলামের মত দুলছিল, ঠিক তখন করিম জানাতের করা প্রথম বলে লংঅফের ওপর দিয়ে ছক্কা মারেন আসিফ। দ্বিতীয় বলে ডট, তৃতীয় বলে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা, চতুর্থ বলে আবার ডট।
৬,০,৬,০- আফগান পেসারকে যেনো অঙ্কের ধারা শেখাচ্ছিলেন আসিফ। পঞ্চম বলে বল আবারও সীমানার ওপারে, এবারের এলাকা সাইটস্ক্রিন। ওভারের শেষ বলে সেই ধারা ভেঙে ডিপ কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে এক ওভার হাতে রেখেই দলকে এনে দেন ৫ উইকেটের জয়।
আসিফের চার ছক্কায় পাকিস্তান শুধু জয়ই পায়নি টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। সে সঙ্গে সেমিতে এক পা দিয়েও রেখেছে বাবর আজমের দল। কারণ, গ্রুপ পর্বে তারা খেলবে ৫টি ম্যাচ। গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিতে।
৫ ম্যাচের মধ্যে টানা তিন জয়ে পাকিস্তান সেমি প্রায় নিশ্চিতই করে ফেলেছে। শেষ দুই ম্যাচে তাদের জন্য খুবই সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে। নামিবিয়া এবং স্কটল্যান্ড। ২ নভেম্বর নামিবিয়া এবং ৭ নভেম্বর স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচের একটি জিতলেই আনুষ্ঠানিকভাবে সেমির একটি দলে পরিণত হবে পাকিস্তানিরা।
বিএসডি/এসএসএ